বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ রাধা মাধব জিউ-র আখড়া প্রাঙ্গনে বৃক্ষরোপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ রাধা মাধব জিউ-র আখড়া প্রাঙ্গনে বৃক্ষরোপন

Link Copied!

 

হবিগঞ্জ সদর : মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী মঠ, মন্দির, আখড়ায় বৃক্ষরোপনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ রাধা মাধব জিউ-র আখড়া প্রাঙ্গনে ফল ও বনজ চারাগাছ রোপন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শ্রীমঙ্গল রায়, পিযুষ চক্রবর্তী, দপ্তর সম্পাদক অমিয় রায়, প্রচার সম্পাদক মিহির দাশ,পূজা সম্পাদক সজল রায়,মাখন পাল, সদস্য সমীরন দাশ, আখড়ার সেবায়েত শ্রীরমন দাস ব্রজবাসী গোস্বামী, কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু সরকার, সদস্য বিদ্যুৎপাল সহ প্রমূখ।

অনুপ কুমার দেব মনার সভাপতিত্বে এবং সুধাংশু সুত্রধরের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় মুঠোফোনে কেন্দ্রীয় সভাপতি শ্রী মিলন দত্ত মহোদয়ের সাথে সংযুক্ত হলে মুজিব বর্ষের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেলার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদসহ করোনা কালিন এই মহামারির বিশেষ পরিস্থিতিতে  পূজা উদযাপন পরিষদ সীমিত ভাবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মকান্ড অব্যাহত থাকবে।

অপর এক ফোনে সাবেক সচিব ও বর্তমান কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাষ্টী,বাবু অশোক মাধব রায় জাতীর পিতার জন্মশতবার্ষিকীর কর্মসূচি পালনের  জন্য ধন্যবাদ জানিয়ে রাধামাধব জিউ-র আখড়ার মন্দির উন্নয়নের জন্য কাজ করবেন বলে আশ্বাস প্রধান করেন।