এম সি শুভ আহমেদ, লাখাই : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে বৃক্ষরোপণ কর হয়।
শনিবার (১৫ই আগষ্ট) দুপুরে জাতীয় শোক উপলক্ষে লাখাই উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি ফলজ ও ভেষজ চারা গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃত্বেবৃন্দরা উপস্থিত ছিলেন।