এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
সোমবার (১৭ আগষ্ট) বিকালে উপজেলা হল রুমে সাবেক কমান্ডার আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ রুমন ফরাজি’র সঞ্চালনায় এই শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিবসে বাঙালি জাতির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব পরিবারে একদল আত্মতায়ী বিশ্বাস ঘাতক সেনা সদস্য নির্মম ভাবে ভোর রাতে আকস্মিকভাবে হামলা করে হত্যা করে।যার ব্যাথা আজও বাঙালি বুকে লালন করে।এই দিন কে কেন্দ্র করে সারাদেশে নেয়া হয় নানা আয়োজন।সকলে লক্ষ উদ্দেশ্য হলো আল্লাহ বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা।এবং তাদের উত্তরসুরীদের নেক ও দীর্ঘ আয়াত কামনা করা। শোক কে শক্তিতে রুপান্তর করে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চুনারুঘাট আজ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সম্মানিত মুক্তিযোদ্ধা সহ চুনারুঘাট উপজেলা থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক ও আজিজুল হক সুমন বাকী বিল্লাহ তরফদার রাশেদুজ্জামান চৌধুরী সোহান তরফদার সোহান চৌধুরী প্রমুখ।