নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভায় নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
রোজ সোমবার ১০ আগষ্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে এক প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কর্মসূচির আলোকে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগষ্ট সকালে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো,শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল সাড়ে ৮ টায় বাহুবল মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে স্হাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০ টায় আলোচলা সভা,সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, নিলুফার ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুজ্জামান, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবির, যুবউন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, মেডিকেল অফিসার ডাঃ ইফাত ই জামান, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভূইয়া, জেলা পরিষদ সদস্য আলাউর রাহমান শাহেদ, ভেটেনারী সার্জন ডাঃ মৃদুল কান্তি দে, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমাম, যুব লীগ নেতা অলিউর রহমান অলি।
উপজেলা কৃষক লীগের সভাপতি মখলিছুর রহমান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রজ্ঞন দেব, শফিউল আলম স্বপন প্রমুখ।