অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে, নবীগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীব কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ – বাহুবল আসনের সংসদ সদস্য গাজী শাহ নওয়াজ মিলাদ।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন,প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজিজুল হক,থার অফিসার ইনচার্জ ডালিম আহমদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,মুক্তিযোদ্ধা নুরউদ্দিন বীর প্রতীক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান ও কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ও রিজভী আহমদ খালেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারন সম্পাদক সেলিম তালুকদার।
বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর,উপজেলা কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুল আহমদে কাজল,লোকমান আহমদ খান,জেলা ছাত্রলীগ নেতা মহিনুর রহমান ওহি প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান,গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপস্থাপন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র কামরুল ইসলাম নবীন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন,সাবেক প্যানেল মেয়র এটি এম সালাম,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বিকাশ রায়,জে,কে,হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি,জনস্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়া আহমদ,ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,তথ্য অফিসার নাহিদা আক্তার,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সহ-সভাপতি শাহিনুর আক্তার চৌধুরী পান্না,উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়াস্থ,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী,
অধ্যক্ষ তনুজ রায়, প্রধান শিক্ষক কাঞ্চন বনিক,উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি পিন্টু রায়,আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য্য দেবুল,সাবেক সভাপতি জীবেশ গোপ,প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ শওকত আলী,সদস্য মহিবুর রহমান চৌধুরী তছনু,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল তালুকদার,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজুসহ বিভিন্ন রাজনৈতক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও নৃত্য পরিবেশন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন,বাঙ্গলী জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে ১৯৭১ সালে যেভাবে সংগ্রাম করে পাকিস্তান বাহিনীর হাত থেকে দেশকে স্বাদীন করেছিল। তেমনিভাবে বঙ্গবন্ধুর উত্তরসুরী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থায়নে পদ্মাসেতু নির্মান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না।
প্রধান মন্ত্রীর নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের রােল মডেল।