নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের স্বাধীনতা অর্জন হতো না। বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দােরগোড়ায়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দনের সভাপতিত্বে এবং শাকিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন , উপজেলা সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা শাহ আনিস আলী,বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিল হোসেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু,উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী,ইকবাল আহমদ বেলাল,ফয়সল তালুকদার, মাহবুবুর রহমান রাজু প্রমূখ।
এছাড়া সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০টি পতাকাসহ আনন্দ শোভাযাত্রা,৭ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বােধন করেন প্রধান অতিথি এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসার আসাদ উল্লা,প্রাণী সম্পদ অফিসার আজিজুল হক,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ তালুকদার,ইউপি চেয়ারম্যন নির্মেলন্দু দাশ রানা,হাবিবুর রহমান হাবিব,রঙ্গ লাল দাশ, আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ,অমলেন্দু সুত্রধর,শিক্ষক কাঞ্চন বনিক,সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সভা শেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলার ২৩ টি স্টল পরিদর্শন করেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমানও গীতা পাঠ করেন শিক্ষক প্রদীপ কুমার দাশ।