বকেয়া মজুরি পরিশোধ, বোনাস প্রদান, বাগানের পতিত জমি লীজ বাতিলসহ ৫ দফা দাবিতে আধাঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন নবীগঞ্জের ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা।
মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে এ অবরোধ কর্মসূচী পালন করেন শ্রমিকরা । এ সময় মহাসড়কে যানবাহন আটকা পড়ায় যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা তাদের দাবী না মানা হলে পুনরায় মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন অবরোধকারী চা শ্রমিকরা জানান, ৪ সপ্তাহ ধরে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের ২ হাজার শ্রমিক মজুরি পাচ্ছেননা। এ ব্যাপারে বাগান মালিক পক্ষের সঙ্গে কথা বলে কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।
শ্রমিকরা আরও জানান, তাদের মজুরি না পেলে আবারও মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবেন তারা।
শ্রমিক নিরলা ঝড়া গণমাধ্যমকে বলেন, ৪ সপ্তাহ ধরে মজুরি না পাওয়ার কারণে আমরা পরিবার নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি। ছেলেমেয়েদের নিয়ে কষ্ট করে জীবন যাপন করতে হচ্ছে। অনেক সময় ভাত খেতে পারি না।
অরেক শ্রমিক সুষলা বলেন, মজুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের বাঁচার কোনো উপায় নেই। বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। মালিক পক্ষকে বারবার অনুরোধ করার পরও আমাদের ন্যায্য মজুরি দিচ্ছেনা।
বাগানের পঞ্চায়েত প্রধান ভজন রবি দাশ বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ৪ সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।
তিনি আরও বলেন, শিগরিই আমাদের ২ হাজার শ্রমিকদের মজুরি দেওয়া না হলে আমরা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবো।