ফয়ছল চৌধুরী স্কটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় জীবন সংকেত ‘আনন্দিত’ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 May 2021

ফয়ছল চৌধুরী স্কটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় জীবন সংকেত ‘আনন্দিত’

Link Copied!

প্রেস রিলিজ  :  জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সিনিয়র সদস্য ফয়ছল চৌধুরী স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হয়েছেন। তাই সংগঠনটির পক্ষ থেকে আনন্দ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১মে) সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ আনন্দ প্রকাশ করা হয়।

সভাপতি অনিরুদ্ধ কুমার ধর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঝহারুল ইসলাম পাভেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘হবিগঞ্জের কৃতি সন্তান ফয়ছল চৌধুরী প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত হিসেবে স্কটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়া একটি ঐতিহাসিক ঘটনা। নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ফয়ছল চৌধুরী শুধু হবিগঞ্জ নয় বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন।’

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আরো বলেন- ‘জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছেন ফয়ছল চৌধুরী। তাঁর এই সাফল্যে জীবন সংকেতের সকল সদস্য দারুন উচ্ছ্বসিত। সামনের দিনগুলোতে ফয়ছল চৌধুরীর জীবনে আরো অনেক সাফল্যের পালক যুক্ত হবে। যা হবে আমাদের আনন্দ ও গৌরবের উপলক্ষ।

 

 

ছবি : স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরীর ফাইল ছবি

 

 

 

 

উল্লেখ্য, স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য নির্বাচিত হয়েছেন ফয়ছল চৌধুরী। যার বাড়ি নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওন্যাল লিস্টের প্রার্থী ছিলেন তিনি।

ইক্যুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইট অ্যাকটিভিস্ট ফয়ছল চৌধুরী দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। লেবার পার্টি থেকে ২০১৭ সালে ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়ছল চৌধুরী।

দীর্ঘদিন ধরে তিনি এডিনবরা অ্যান্ড লোদিয়ান রিজিওন্যাল ইকুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিভিন্ন সংখ্যালঘু কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রয়েছে তাঁর। এজন্য ২০০৪ সালে ব্রিটেনের রাণির দেওয়া ‘মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এমবিই)’ খেতাবে ভূষিত হন তিনি।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়