ফ্রান্সের প্যারিসে প্রবাসী ইফতেখার আহমেদ-দোলন এর দাফন সম্পন্ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 13 May 2020
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের প্যারিসে প্রবাসী ইফতেখার আহমেদ-দোলন এর দাফন সম্পন্ন

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শোয়াইব আহমেদ খান এর উদ্যোগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মরহুম ইফতেখার আহমেদ (দোলন) এর দাফন কার্যের সকল আনুষাঙ্গিক ব্যয়ভার বহন করে মরহুমের পরিবারের প্রতি যে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্যে মরহুমের পরিবার তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বাংলাদেশ সরকারের এই মহতী কাজের ভিতর দিয়ে আবারো প্রমাণিত হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসীদের কল্যানে নিরন্তর কাজ করে যাচ্ছেন।

মরহুম ইফতেখার আহমেদের দাফনের সার্বিক তত্বাবধানে যারা জড়িত ছিলেন তাদের সকলের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী শারমিন শাম্মী এবং মরহুমের আত্মীয় আমেরিকা প্রবাসী মোখলেছুর রহমান, জাকির হোসেন, মাজহারুল রিপন, এবং আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামিম সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। তবে তাদের মাঝে কয়েকজন সহৃদয় ব্যক্তির নাম উল্লেখ না করলেই নয় যারা এই দুঃসময়ে মরহুমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারা হলেন জনাব এটি.এম রেজা, সাখাওয়াত হোসেন লিটন, এবং নাসির উদ্দীন সুমন। সেই সংগে মরহুমের সৎকারে আরো যারা সহযোগিতা করেছেন তারা হলেন আব্দুল আজিজ, আবু তাহের, কাওসার সোহাগ, আল আমিন এবং মুজিবুর রহমান।