স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধ এবং প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট।

ছবি : ফিলিস্তিনে হামলা বন্ধ ও সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে বামজোট
বুধবার (১৯মে) দুপুর ১২ টায় শহরের আর.ডি হলের সামনে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদসহ বামজোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলগুলোর জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।