ফাটল দেখা দিয়েছে মাধবপুরের সোনাই নদীর বাঁধ ! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 11 August 2020
আজকের সর্বশেষ সবখবর

ফাটল দেখা দিয়েছে মাধবপুরের সোনাই নদীর বাঁধ !

Link Copied!

মোঃ মিটন মিয়া মাধবপুরঃ  মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের সোনাই নদীর তীরে, মনতলা ব্রিজের পশ্চিম সাইডে বাঁধটি নদীর গর্ভে বিলিন হওয়ার পথে। সোনাই নদী বাঁধটি অত্যান্ত ভয়াবহ ঝুকিতে আছে।যে কোনো সময় বাঁধ ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। সোনাই নদীর প্রবল স্রোতের কারনে প্রতিনিয়ত ভাঙ্গন অব্যাহত রয়েছে।

ছবি : সোনাই নদীর বাঁধে দেখা দিয়েছে ফাটল !

এভাবে চলতে থাকলে পাহাড়ি ঢলে প্রবল বৃষ্টি কারণে সাধারণ মানুষের কৃষি জমিজমাসহ তলিয়ে যেতে পারে। তাছাড়া তলিয়ে যেতে পারে আশেপাশের গ্রাম। তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর পাড়ের মানুষ।
এই এলাকার মানুষের প্রানের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিবিলম্বে বাঁধ মেরামাতের দাবি জানিয়েছেন।