ফাঁসি কার্যকর হওয়ার আগেই দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ কায়সারের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 11 February 2022
আজকের সর্বশেষ সবখবর

ফাঁসি কার্যকর হওয়ার আগেই দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ কায়সারের মৃত্যু

Link Copied!

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ কায়সারের কারাবন্দি অবস্থায় মৃত্যু হয়েছে।

সৈয়দ কায়সার গাজীপুরের কাশিমপুর কারাগারে কারাবন্দি থাকাবস্থায় চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোঃ নজরুল ইসলাম খান দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা কে কায়সারের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

এ প্রতিবেদক এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, তিনি গত জানুয়ারি ৩ তারিখে আমাদের এখানে কারাগার থেকে ভর্তি হন। তার ডায়াবেটিস, হাইপার টেনশন, হার্ট অ্যাটাকের হিস্ট্রি আগে থেকেই ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়ে গিয়েছিল। বয়সও অনেক বেশি ছিলো। আজ(শুক্রবার) ভোর পাঁচটার সময় কার্ডিয়াক অ্যারেস্ট তার মৃত্যু হয়।

এর আগে, ২০১৩ সালের ১৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেই রাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের এই সাবেক নেতাকে। বয়স ও স্বাস্থ্যগত পরিস্থিতি বিবেচনায় ট্রাইব্যুনালে তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়।

মুক্তিযুদ্ধকালে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে নির্বিচারে হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত ১৬টি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে পরের বছর ২ ফেব্রুয়ারি সৈয়দ কায়সারের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

সেই বিচার শেষে ২০১৪ সলের ২৩ ডিসেম্বর তার মৃত্যুদণ্ডের রায় আসে।

পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০২০ সালের ১৪ জানুয়ারি কায়সারের মৃত্যুদণ্ড বহাল রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। ট্রাইব্যুনালের রায়ে ৩, ৫, ৬, ৮, ১০, ১২ ও ১৬ নম্বর অভিযোগে সৈয়দ মো. কায়সারকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

এর মধ্যে ৮ ও ১২ নম্বর অভিযোগ ধর্ষণের এবং ১৬ নম্বর অভিযোগ ছিল ২২ গ্রামের ১০৮ জনকে হত্যা ও নিপীড়নের। কায়সারের বিরুদ্ধে ৩, ৫, ৬ ও ১০ নম্বর অভিযোগ ছিলো হত্যা, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের।

আপিল বিভাগের রায়ে সংখ্যাগরিষ্ঠ মতে ৫, ১২ ও ১৬ নম্বর অভিযোগে কায়সারের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

আপিল বিভাগের রায়ে ৬ ও ১০ নম্বর অভিযোগে দণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড এবং সংখ্যাগরিষ্ঠ মতে ৮ নম্বর অভিযোগে দণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। ৩ নম্বর অভিযোগ থেকে খালাস দেয়া হয়।

কায়সার ২০১৪ সালের ট্রাইব্যুনালের রায়ের পর থেকেই তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার এর কনডেম সেলে কারাবন্দী ছিলেন।

কনডেম সেলে কারাবন্দী থাকা অবস্থায় ২০২০ সালের ২২ অক্টোবর তার মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

এরপর একই বছরের ২৯ অক্টোবর কায়সারকে মৃত্যুদন্ডাদেশ থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করা হয়।