ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী লিয়াকত পরিবারের সাথে ছাদ ঢালাই উদ্বোধনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুশফিউল আলম আজাদ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 20 August 2021
আজকের সর্বশেষ সবখবর

ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী লিয়াকত পরিবারের সাথে ছাদ ঢালাই উদ্বোধনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুশফিউল আলম আজাদ

Link Copied!

স্টাফ রিপোর্টার  :   ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত রাজাকার, পলাতক লিয়াকত আলীর স্ত্রী, পুত্র, কন্যা ও পরিবারের অন্যান্যদের নিয়ে মহাসমারোহে একটি মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে অংশগ্রহণ করেছেন লাখাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ।

গত ১৫ আগস্ট রবিবার জাতীয় শোক দিবসের দিন এই কাণ্ডটি ঘটান তিনি। জানা যায়, ওইদিন লাখাই উপজেলার মুড়াকরি পশ্চিম গ্রামের ‘আল মুতা আলী’ মসজিদ নামের একটি নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এই মসজিদটি রাজাকার লিয়াকত আলীর পরিবারের উদ্যোগেই প্রতিষ্ঠিত। সুত্রে জানা যায়, এটির জমি দাতা লিয়াকত আলীর দাদা।

ছাদ ঢালাই কাজ উদ্বোধনের সময় লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, লিয়াকত আলীর স্ত্রী, পুত্র সালাহ উদ্দিন, নাজিম উদ্দিন, ভাই বশির মিয়া ও মুজাহিদ মিয়া এবং মুজাহিদের স্ত্রী আলেয়া বেগমকে একত্রে উপস্থিত থাকতে দেখা যায়।

 

 

 

 

 

 

 

 

 

ছবি : ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী লিয়াকত পরিবারের সাথে ছাদ ঢালাই উদ্বোধন করছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুশফিউল আলম আজাদ

 

 

 

 

 

 

 

এসময় লিয়াকত আলীর স্ত্রী, পুত্র নাজিম উদ্দিন এবং আওয়ামী লীগ সভাপতি মুশফিউল আলম আজাদ তাদের নিজ হাতে কংক্রিট মিশ্রন ঢেলে দিয়ে ছাদ ঢালাই উদ্বোধন করেন। পরে মোনাজাতেও অংশ নেন তারা।

রাজাকার লিয়াকত আলীর পুত্র সালাহ উদ্দিন সুমন ও ভাই মুজাহিদ মিয়ার ফেসবুক আইডি থেকে এ ঘটনার বিবরণ সহ ছবি প্রকাশ হওয়ার পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ত্যাগী আওয়ামী লীগ নেতারা বলছেন ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস এবং জাতীয় শোক দিবস হওয়া সত্বেও কিভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ দণ্ডপ্রাপ্ত রাজাকার পরিবারের সাথে অনুষ্ঠানে অংশ নেয়।

এ বিষয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে রাজাকার লিয়াকত আলীর ভাই মুজাহিদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মসজিদটি আমাদের পরিবারের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে এটির জমিদাতা আমাদের দাদা। উপজেলা চেয়ারম্যান কে আমরা দাওয়াত করে আনি নি। তিনি এদিক দিয়ে যাওয়ার সময় নিজেই এখানে এসে ছাদ ঢালাই উদ্ভোধন কার্যক্রমে অংশ নেন। তবে আমরা এটি উদ্বোধন করাই মসজিদের ইমামকে দিয়ে।

দন্ডপ্রাপ্ত রাজাকারদের পরিবারের সদস্যদের নিয়ে উদ্বোধন কাজ করার বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, মসজিদটি তাদের একার উদ্যোগে হয়নি। এলাকাবাসী সকলকে নিয়েই এটির নির্মান করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ হারুন অর রশিদ বলেন, যুদ্ধাপরাধী লিয়াকতের পরিবারকে নিয়ে যারা মেলামেশা করে তাদেরকে রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে বয়কট করা উচিত।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহফুজুল আলমের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা যখন যা খুশি করে যাচ্ছেন, এসব নিয়ে আর বলে কি লাভ!

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড.আবুল হাসেম মোল্লা মাসুম বলেন, যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের লোকজনকে সামাজিকভাবেই বয়কট করা উচিত। জনাব আজাদ কী কারণে যুদ্ধাপরাধী লিয়াকতের পরিবারের সাথে মেলামেশা করেন তিনিই ভাল বলতে পারবেন। মাসুম মোল্লা আরো বলেন যুদ্ধাপরাধী পরিবারকে তারাই লালন পালন করেন।