মুহিন শিপন শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার লস্করপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে অবাধে ফসলি জমির মাটি কাটার উৎসব চলছে। পানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে ৫শ একর জমির বোরো ধান চাষাবাদ। এতে জমির ফসল উৎপাদনের উপযোগিতা হারানোর পাশাপাশি নষ্ট হচ্ছে রাস্তাঘাট।
এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ থাকলেও জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা থাকায় কেউ মুখ খুলছেন না সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিনচর মৌজার কৃষি জমি থেকে কাটা হচ্ছে মাটি । অর্ধডজন এসকাভেটর দিয়ে কাটা মাটি গুলো ট্রাক্টর, ড্রাম ট্রাক, যোগে নেওয়া হচ্ছে স্থানীয় ইট ভাটায়। প্রতি ট্রাক্টর মাটি বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ শ টাকায় ।
কৃষকরা জানান, ২০১৩ সাল থেকে বোরোধান চাষাবাদের জন্য জাইকা প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহ করা হলেও এই বছর মাটিদস্যুরা বিভিন্ন স্থানে পাইপ ব্লক করে দিয়ে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে প্রায় ৫শ একর জমিতে পানির অভাবে চাষাবাদ করা যাচ্ছেনা।
স্থানীয়রা জানায়, প্রভাবশালী সিদ্দিক আলী, শফিক মিয়া, নওয়াব আলী, শানু মিয়া ও তাদের সহযোগীরা ফসলি জমির ৩-৫ ফুট গর্ত করে মাটি কেটে বিক্রি করছে ইটভাটা গুলোতে । এতে করে জমিও ফসল উৎপাদনে উপযোগিতা হারিয়ে ফেলে।
মাটি কেনাবেচা সিন্ডিকেটের একজন হলেন আদ্যপাশা গ্রামের সিদ্দিক আলী । উপজেলার কালিগঞ্জ, আলমপুর,আদ্যপাশা আশপাশের এলাকায় তার মাধ্যমেই মাটি কেনাবেচা হয়। সিদ্দিক আলীর কাছে মাটি বিক্রির বৈধতা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান, ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে ইউএনও বরাবর দরখাস্ত দিয়েছি। স্থানীয় চেয়ারম্যান জমি পরিদর্শন করে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।
লস্করপুর ইউপি চেয়ারম্যান হিরু মিয়া বলেন, মাটি কাটার অনুমতি দেওয়ার ক্ষমতা ইউনিয়ন পরিষদের নাই ।তবে কৃষি জমি থেকে মাটি বিক্রি করা নিষিদ্ধ হলেও কৃষি জমি খনন করে পুকুর তৈরি করা যায়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল জানান, আমাদের কাছে এখন পর্যন্ত মাটির কাটার অনুমতি চেয়ে ১টি আবেদনও আসেনি। কৃষি জমি থেকে মাটি কাটা সম্পুর্ন অবৈধ। যারা অবৈধ ভাবে মাটি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।