প্রাকৃতিক এই দূর্যোগে মানুষের কাছে থাকবো : কেয়া চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

প্রাকৃতিক এই দূর্যোগে মানুষের কাছে থাকবো : কেয়া চৌধুরী

Link Copied!

স্টাফ রিপোর্টারসংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে কাজ করছি। দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বন্যা যতদিন থাকবে আমি তাদের পাশে থেকে কাজ করে যাবো। তিনি আরও বলেন, সামর্থ যত ক্ষুদ্র ই হোক, তবুও প্রাকৃতিক এই দূর্যোগে, মানুষের কাছে থাকবো।

ছবি : বাহুবলের স্নানঘাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তোলে দিচ্ছেন সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী

 

সাবেক সাংসদ কেয়া চৌধুরী সোমবার (২৭ জুলাই) বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।

 

ছবি : বাহুবলের স্নানঘাট ইউনিয়নে বন্যার্তদের মাধে ত্রাণ তোলে দিচ্ছেন সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

 

বৃষ্টিতে ভিজে সারাদিন এলাকায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী তোলে দেন এই সাবেক সাংসদ।  নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে দুর্গত মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে এসব ত্রাণ। এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক মুরুব্বি।