এম এ রাজা হবিগঞ্জ : করোনা মহামারীর এই দুর্যোগের সময়ে কর্মহীন মানুষদের মধ্যে নিয়মিত খাদ্য দ্রব্য বিতরণের পাশাপাশি আজ এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম । রোববার ( ৩মে ) সকাল ১১ টার সময় ৪ নং পইল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে মোতাচ্ছিরুল ইসলাম প্রসূতি মা ও শিশুর জন্য বিভিন্ন ধরনের উপহার সামগ্রী নিয়ে হাজির হন।
![](https://amarhabiganj.com/wp-content/uploads/2020/05/IMG_20200503_115100-300x225.jpg)
ছবি : অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র। হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। পরিবার পরিকল্পনা হবিগঞ্জের উপ-পরিচালক ডাক্তার নাসিমা খানম ইভা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম,হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশুক আলী ও ৪ নং পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের এফডব্লিউভি জাহানারা বেগম। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।