যথাযথ ডিগ্রি না নিয়ে কেবলমাত্র প্রশিক্ষণ গ্রহন করেই নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে আসছেন মোস্তাহিজুর রহমান মোমেন নামে এক ডাক্তার। তিনি হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছেন।
এ ঘটনায় এর আগে গত ২৯ অক্টোবর দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে সচেতন মহলের। তবে সকল সমালোচনার উর্ধ্বে থেকে গায়ে গন্ডারের চামড়া লাগিয়ে বহাল তবিয়তে আছেন তিনি।
ঢাকার গ্রীনরোড এলাকায়, চুনারুঘাট উত্তর বাজার এবং হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে সপ্তাহের বিভিন্ন দিনে রোগী দেখছেন তিনি।
জনপ্রতি ৬০০ টাকা হারে নিচ্ছেন ব্যবস্থাপত্র ফি। করছেন কোমড় প্রতিস্থাপন, হাড়জোড়া, মেরুদন্ডসহ জঠিল সকল সার্জারী। তবে অর্থোপেডিক বিষয়ে তার কোন ডিগ্রি না থাকলেও সাময়িক প্রশিক্ষণ নিয়ে লিফলেট, পোস্টার, ব্যানার এবং ব্যবস্থাপত্রে নিজেকে উপস্থাপন করছেন বিশেষজ্ঞ ডাক্তার ও অর্থোপেডিক সার্জন হিসেবে। ।
তথ্যানুসন্ধানে জানা যায়, জেনারেল সার্জারীতে এফসিপিএস থাকলেও অর্থোপেডিক বিষয়ে তার কোন ডিগ্রি নেই। সাময়িক প্রশিক্ষণ নিয়েই দাপিয়ে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ।
ট্রেনিং ইন প্লাস্টিক ও ট্রমা রিকনস্ট্রাকশন’ নামক প্রশিক্ষণ বিএমডিসি স্বীকৃত কোন ডিগ্রি না যার মাধ্যমে তিনি নিজেকে বিশেষজ্ঞ পরিচয় দিতে পারেন। অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে নিজেকে উপস্থাপন করতে হলে অবশ্যেই এম এস (অর্থোপেডিক সার্জারী) বা সংশ্লিষ্ঠ ডিগ্রি অর্জন আবশ্যক।
এ ব্যাপারে অভিযুক্ত ডাক্তার মোস্তাহিজুর রহমান মোমেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘এফসিপিএস (সার্জারী) হচ্ছে মাদার ডিগ্রি।
এই ডিগ্রি থাকলে যেকোন সার্জারী করা যা’। অর্থোপেডিকের জন্য তো আলাদা ডিগ্রি আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তা আছে, কিন্তু এফসিপিএস (সার্জারী) থাকলে সব করা যায় দেশের বিখ্যাত-বিখ্যাত ডাক্তাররা এভাবেই করছেন।