তানজিল হাসান সাগর : বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেছেন- সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজবপ্রচার, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, দাঙ্গা-মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, জুয়া, মোবাইল ফোন ও প্রযুক্তির অপব্যবহার রোধে জনসাধারণকে আরও সচেতন হতে হবে।
শুক্রবার (২২ অক্টোবর) উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে (৩য়তলা বিশিষ্ট জামে মসজিদ) খুৎবার পূর্বে বক্তব্যে ওসি মোহাম্মদ এমরান হোসেন এসব কথা বলেন।

ছবি : সচেতনতামুলক বক্তব্য প্রদান করছেন বানিয়াচং থানার ওসি এমরান হোসেন
তিনি আরো বলেন, গুজব ছড়িয়ে যে কেউ যে কোন সময় ভুল বুঝিয়ে/প্রতারণা করে বিপদগামী করতে পারে। এ ক্ষেত্রে যার যার অবস্থান থেকে চোখ-কান খোলা লাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও অত্র জামে মসজিদের মুতাওয়াল্লি আলহাজ্ব রেজাউল মোহিত খান, বিশিষ্ট লেখক ও গবেষক কাজী মুফতি আতাউর রহমানসহ প্রায় সহস্রাধিক মুসল্লি।
প্রসঙ্গত, বানিয়াচংয়ে গুজবসহ বিভিন্ন অপরাধ দমনে অনবদ্য ভূমিকা রাখছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। এরই ধারাবাহিকতায় প্রত্যেক শুক্রবারে মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের সচেতন করছেন তিনি।