হবিগঞ্জে বৃন্দাবন কলেজেরম প্রভাষকের বাসায় চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চুরির মালামাল বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে দুইজন গ্রেপ্তার সহ চুরির মালামাল জব্দ করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকতরা হল সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শুকড়ীপাড়া খালপাড় এলাকার বাসিন্দা মৃত মোঃ আব্দুর রশিদ ছেলে মোঃ আবুল মিয়া (৩২),
আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের আশ্রমহাটী এলাকার বাসিন্দা বর্তমানে শহরের রাজনগর (জাবেদের ভাড়াটিয়া বাসায়) বসবাসকারী অসীম রায়ের ছেলে রিঙ্কু চন্দ্র রায়। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শহরের কালিবাড়ী ক্রস রোডস্থ নবীগঞ্জ মেনশন মাকের্টের আবুল ইলেকট্রিক্যাল ওয়ার্কস নামের দোকান তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই একটি Microtek Ips মেশিন, যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা জব্দ করা হয়।
জানা যায়, গত ৯ এপ্রিল বিকাল অনুমান সাড়ে তিনটার দিকে বৃন্দাবন কলেজের শিক্ষক আব্দুল আহাদের হবিগঞ্জ শহরের মাস্টার কোয়াটার্স ভাড়া বাসা থেকে ঈদুল ফিতর উপলক্ষে ছুটিতে স্বপরিবারে গ্রামের বাড়ী জেলার বানিয়াচং চলে যান। এরপর গত ১২ এপ্রিল সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে সময় স্বপরিবারে ভাড়া বাসায় এসে দেখতে পান, তার ভাড়া বাসায় দরজায় তালা নেই।
ঘরের ভিতরে সিটকারী খুলে ঘরের ভিতরে প্রবেশ করেন। তখন দেখতে পান, ঘরের ভিতরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের ভিতরে থাকা একটি ips মেশিন, একটি Samsung M21 স্মার্ট ফোন, নতুন দুইটি বেড সীট এবং বেড সীটের ভিতরে থাকা নগদ ২০ হাজার টাকা যথা স্থানে নাই। পরবর্তীতে তিনি সদর থানায় অভিযোগ দায়ের করেন।
এই প্রেক্ষিতে পুলিশ মোঃ আবুল মিয়া (৩২) ও রিংকু চন্দ্র রায় (১৯)কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়, গত ১০ এপ্রিল রাত প্রায় নয়টার দিকে বানিয়াচং পৈলারকান্দি নাজিরপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে রিজান (২৪), তার দুলাভাইয়ের বাসা থেকে মোবাইল, Ips মেশিন, টাকা চুরি করিয়া আসামী রিংকু চন্দ্র রায় কাছে বিক্রির জন্য নিয়ে আসে।
এরপর আসামী রিজান ও রিংকু চন্দ্র রায়দ্বয় উক্ত Ips মেশিন আবুল মিয়ার দোকানে চোরাই মাল হিসাবে বিক্রি করে। তারা উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পুলিশের দাবি আসামী রিজানকে গ্রেফতার করা হলে, অন্যান্য চোরাই মাল উদ্ধার করা সম্ভব হইবে।