স্টাফ রিপোর্টার : প্রবীণ ও নবীনের সমন্বয়ে হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। উদীয়মান তরুণ ৯৩জন সাংবাদিকদের নিয়ে রবিবার (৫সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ প্রেসক্লাব।
ইন্টারন্যাশনাল ফেডারেসন অব জার্নালিস্টের এক্রিডিটেশন ইউকে এর সদস্য দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্তকে সভাপতি এবং ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক করে ৯৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
রবিবার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ৯৩জন সদস্য নিয়ে পূর্ণতা পায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাব। পরে সাধারণ সম্পাদকসহ একদল সাংবাদিকের উপস্থিতিতে জেলা প্রশাসক ও জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরীর হাতে এক পূর্ণাঙ্গ কমিটির তথ্য হস্তান্তর করা হয়।
এ ক্লাবের অন্যন্যা সদস্যরা হলেন, সহ- সভাপতি রায়হান উদ্দিন সুমন (সমকাল প্রতিনিধি), তারেক হাবিব (বাংলা ৭১ প্রতিনিধি), রহমত আলী (অগ্নি শিখা), যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান ইমরান (ভোরের পাতা), এএম রাজা (ভোরের ডাক), কোষাধ্যক্ষ রুবেল মিয়া (ডেস্টিনি প্রতিনিধি) সহ আরও অনেকে।
এদিকে নব গঠিত হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী এবং সাবেক মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ।