লাখাই প্রতিনিধি :: লাখাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পরিবার প্রতি ২ হাজার ৫ শত টাকা নগদ অর্থ প্রাপ্ত তালিকায় ফিংগারপ্রিন্টে অসঙ্গতি থাকার কারনে ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সরকারি ভাবে নির্দেশনা থাকলেও গ্রাহকদের কাছ থেকে ১১০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পরিবার প্রতি ২ হাজার ৫০০ টাকা নগদ প্রাপ্তদের ফিংগারপ্রিন্টে অসঙ্গতি থাকার কারনে ১০ টাকা দিয়ে একাউন্ট খোলার সরকারি ভাবে নির্দেশনা থাকলেও উপজেলার বিভিন্ন ব্যাংকে তা যথাযথ মানা হচ্ছে না, এমন অভিযোগের ভিত্তিতে জনতা ব্যাংক বুল্লা বাজার শাখায় তাৎক্ষণিক পরিদর্শনে আসেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
সরেজমিনে গিয়ে দেখা যায় জনতা ব্যাংক বুল্লা বাজার শাখায় কোন স্বাস্থ্য বিধি না মেনেই গ্রাহকদের কাছ থেকে ১১০ টাকা নিয়ে ব্যাংক একাউন্ট খোলা হচ্ছে। রেমেশ মিয়া নামে একজন গ্রাহক “দৈনিক আমার হবিগঞ্জ” প্রতিনিধিকে জানান, ১০ টাকায় একাউন্ট খোলে দেওয়ার কথা থাকলে ওনারা আমার কাছ থেকে ১১০ টাকা নিয়েছে। জনতা ব্যাংক বুল্লা বাজার শাখার কর্মকর্তা ফরহাদ হোসেন জানান ব্যাংক একাউন্ট খোলা আমার কাজ না, অতিরিক্ত কাজ হওয়ায় এবং গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় বিধায় গ্রাহকদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পরিবার প্রতি নগদ ২৫ শত টাকা নগদ অর্থ প্রাপ্তদের তালিকায় যাদের ফিংগারপ্রিন্টের সমস্যা হচ্ছে তাদের কে যেকোন সরকারী ব্যাংকে ১০ টাকায় একাউন্ট খোলার জন্য বলা হয়েছে কিন্তু কোন সরকারি ব্যাংক যদি ১০ টাকার উপরে কোন টাকা দাবী করে এমন অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।