প্রধানমন্ত্রীর দেখা চান বাংলাদেশের দ্বিতীয়  উচ্চ মানব জয়নাল মিয়া - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 1 May 2020
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর দেখা চান বাংলাদেশের দ্বিতীয়  উচ্চ মানব জয়নাল মিয়া

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে :   হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া। লোকমুখে শোনা যাচ্ছে বাংলাদেশের ২য় লম্বা মানুষ জয়নাল মিয়া, তবে সরকারীভাবে এর কোন তথ্য পওয়া যায়নি।
দরিদ্র পরিবারে জন্ম নেয়া জয়নাল মিয়া জীবন ভরা দরিদ্রতা তাকে আকড়ে রেখেছে। অত্যান্ত সহজ সরলমনা ৮ ফুটের অধিক লম্বা জয়নাল মিয়া এলাকার ছোট-বড় সবার কাছে পরিচিত ও প্রিয় মুখ।

ছবি : নবীগঞ্জে বাংলাদেশের দ্বিতীয় উচ্চ মানব জয়নাল মিয়া

ছোট বেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে বড় ভাইয়ের সাথে মিলে মিশে বসবাস করেন। অভাবের সংসারে ঠিক মত খাওয়ার অভাবে দিন দিন শারিরীকভাবে অচল হয়ে পড়েছেন। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় সম্বলহীন জয়নাল মিয়ার নেই কোন মাথা গোজার জায়গা। খাওয়া ধাওয়া আর চিকিৎসার অভাবে দিনে দিনে রোগব্যাধি তাকে গ্রাস করতে চলেছে। বর্তমানে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অধিক উচু বলে কেহ কোন মেয়ে তাকে বিয়ে দেয়নি।
জীবনের এ অন্তিম কালে নবীগঞ্জ-বাহুবলের সাংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী এমপির মাধ্যমে প্রধামন্ত্রীর দেখা কামনা করেছেন জয়নাল মিয়া।
এছাড়া উমরপুর গ্রামের যুবসমাজসহ সচেতন মহল সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গের একান্ত সাহায্য সহযোগিতা কামনা করেছেন তিনি।