ঢাকাThursday , 7 January 2021
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দিলেন এমপি মজিদ খান

Link Copied!

তাপস হোম।।   বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও)অফিসের কর্মচারী দত্তপাড়া নিবাসী স্বর্গীয় হরে কৃষ্ণ নাগ যাদুর অসুস্হ বিধবা স্ত্রী শিল্পী রানী দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ হতে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করলেন সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি।
মঙ্গলবার (৫ জানুয়ারী) হবিগঞ্জস্থ এমপি মহোদয়ের বাসভবনের অফিসকক্ষে শিল্পী রানীর হাতে এই চেক প্রদান করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী।

ছবি : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক তোলে দিচ্ছেন এমপি আব্দুল মজিদ খান

উল্লেখ্য হরে কৃষ্ণ নাগ যাদু দীর্ঘদিন বানিয়াচং পিআইও অফিসে সুনামের সহিত কর্মরত ছিল।সে পিআইও অফিসের যাদু নাগ নাম সুপরিচিত ছিল।প্রায় ৩ বছর আগে হঠাৎ হ্রদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তার অকাল মৃত্যুতে অসহায় হয়ে পরে তার স্ত্রী সন্তান।স্বামীর মৃত্যুর পরপরই দুরারোগ্য রোগে আক্রান্ত হোন বিধবা স্ত্রী শিল্পী রানী।তার দুটি কিডনিই আক্রান্ত হয় দুরারোগ্য ব্যাধিতে।ফলে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।কিন্তু একা বিধবা স্ত্রীর পক্ষে চিকিৎসার ব্যায়ভার বহন করা অসম্ভব হয়ে পরে।এহেন পরিস্থিতিতে শিল্পী রানীর আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত যাদু নাগের স্ত্রীর সুচিকিৎসার জন্য, প্রধানমন্ত্রীর তহবিল হতে ৫০ হাজার টাকা চিকিৎসার অনুদান এনে দিলেন সাংসদ আব্দুল মজিদ খান ।