শোয়েব চৌধুরী : দেখতে দেখতে এক থেকে দুইবছরে পা দিল দৈনিক আমার হবিগঞ্জ। হামলা মামলাসহ নানা প্রতিকূলতার মাঝে পত্রিকাটি বের হচ্ছে নিয়মিত। এজন্য প্রথমেই ধন্যবাদ জানাই পত্রিকাটির সম্পাদক, সংবাদকর্মী ও অন্যান্যদেরকে। হবিগঞ্জ জেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় বলতে গেলে অনেক পত্রিকা বের হচ্ছে। ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য না থাকায় বন্ধ হয়েছে বেশ কটি পত্রিকা।
এক্ষেত্রে দেশের অন্যান্য জেলার তুলনায় হবিগঞ্জকে বলা যায় সংবাদপত্রের জন্য ‘উর্বরভূমি’। শুধু জেলা সদরের গন্ডির মধ্যেই সীমাবদ্ধ নেই, উপজেলা থেকেও দৈনিক পত্রিকা বের করার হাওয়া লেগেছে। প্রশংসনীয় বটে, একইসাথে প্রশ্ন উঠা স্বাভাবিক, পত্রিকাগুলো কতটুকু মানসম্মত? পাঠকদের কাঙ্খিত সংবাদ প্রকাশ হচ্ছে কি না ? আমার মনে হয় ‘না’ সূচকের সংখ্যা বেশী হবে। তাহলে পত্রিকা বের করার অভিপ্রায় কেন?
এর কারণ হচ্ছে, ইন্টারনেটের দুনিযায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গুগুল, টুইটার,ইউটিউবসহ নানা ক্ষেত্র উম্মুক্ত থাকা সত্বেও মানুষ সঠিক খবরটি জানতে এখনও পত্রিকা ও টিভির উপর চোখ রাখেন। আর এ সুযোগে এক শ্রেনীর মানুষ সমাজে নিজের ‘ঠাটবাট’ দেখানোর জন্য সম্পাদক বা মিডিয়ার মালিক বনে যাচ্ছেন।
সাংবাদিকতার রীতি-নীতিকে তোয়াক্কা না করে তারা মিডিয়া পরিচালনা করছেন। ফলে প্রকৃত সাংবাদিকতার পরিবর্তে তৈরী হচ্ছে ‘মিডিয়া দুর্বৃত্ত’। গণমাধ্যম এখন আর গণমাধ্যমকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেক ক্ষেত্রে সাংবাদিকতা যখন প্রশ্নবিদ্ধ তখনও সংবাদপত্র,ইলেকট্রনিক
মিডিয়ার প্রতি মানুষের দুর্বলতা কমেনি।
এ প্রসঙ্গে একটি কথা মনে হয়েছে, গত ২১ জানুয়ারি ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’ তথ্যমন্ত্রীর সাথে দেখা করে বিভিন্ন দাবি তুলে ধরেছিলেন। এরমধ্যে ছিল সম্পাদক হতে হলে পূর্ণকালীন সাংবাদিকতায় যুক্ত থাকার পাশাপাশি সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা ও ন্যূনতম স্নাতক পাসের সনদ থাকার নিয়ম করার। তথ্যমন্ত্রী তাদের দুটি দাবির সঙ্গে সহমত প্রকাশ করলেও একটিতে দ্বিমত করেন।
তিনি বলেন, “ন্যূনতম যোগ্যতা স্নাতক হতেই হবে, সেটির সঙ্গে আমি একমত নই। কারণ বাংলাদেশে বহু মানুষ আছে যারা মেট্রিক পাস কিন্তু এমএ পাস বা পিএইচডি ডিগ্রিধারীর চেয়েও ভালো লেখে এবং তাদের সম্পাদক হওয়ার যোগ্যতা আছে। রবি ঠাকুর তো মেট্রিক পাস করেননি, কাজী নজরুলও করেননি, বিল গেটসকে কিন্তু বিশ্ববিদ্যলয় থেকে পর পর ফেল করায় বের করে দেওয়া হয়েছিল।
স্বয়ং তথ্যমন্ত্রীর এমন উক্তির পর আর কি কিছু বলার থাকে? যাই হোক, হবিগঞ্জের সংবাদপত্র ও সাংবাদিকতা এক সময়ে হাতে গোনা শিক্ষিত, মার্জিত সংবাদসেবীদের মাধ্যমে পরিচালিত হতো। কালক্রমে সংবাদপত্রের বিকাশের পাশাপশি সংবাদকর্মীও বেড়েছে বহু গুন। শিক্ষিতের চেয়ে অশিক্ষিত, অর্ধশিক্ষিত সংবাদকর্মীর সংখ্যাই বেশী।
হবিগঞ্জের রাস্তায় এখন ঢিল মারলে কোন না কোন সাংবাদিকের’ মাথায় পড়ার মত অবস্থা। এখানে কোন রবীন্দ্রনাথ, নজরুল বা বিল গেটসের মতো প্রতিভাবান চোখে পড়ে না। যারা কি না আগামী দিনে এই পেশাটিকে আলোকিত করবে। এই জেলার সমস্যা ,উন্নয়ন, সম্ভাবনা,দুর্নীতি, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে কতটুকু তুলে আনতে পারছি আমরা সংবাদকর্মীরা? পাঠক বা দর্শকদের মনে কতটুকু সারা জাগাতে পেরেছি? হ
বিগঞ্জের বেশীরভাগ পত্রিকাগুলো একই সংবাদ, একই শিরোনাম একই ভুল বানান নিয়ে বের নানা বের হওয়া নিয়ে পাঠকদের হাস্যরসের খোরাক জুগিয়েছে। ‘আমার হবিগঞ্জ’ এর জন্মলগ্নে এমন প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল।
পত্রিকা প্রকাশের আগে সম্পাদকের দায়িত্ব নেয়ার জন্য প্রকাশক সুশান্ত দাশ গুপ্ত অনুরোধ করেছিলেন। থাকবো বলে কথাও দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্যগত সমস্যাসহ বিভিন্ন কারনে কথা দিয়ে কথা রাখতে পারিনি। সুশান্তকে বলেছিলাম, তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, সামাজিক ও রাজনীতি সচেতন লোক। তার পক্ষে সম্পাদকের দায়িত্ব পালন অসম্ভবের কিছু নয়।
এই সাহস নিয়েই মনে হয় তিনি পত্রিকার প্রকাশকের পাশাপাশি সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। লন্ডন প্রবাসী হওয়া সত্বেও স্ত্রী সন্তানকে সেখানে রেখে, পাউন্ড রোজগার বাদ দিয়ে নিয়মিত ৪ পৃষ্টার পত্রিকা প্রকাশ করাকে গুরুত্ব দিচ্ছেন।
প্রতিদিন মোটা অংকের ভুর্তকি দিয়ে প্রকাশনা অব্যাহত রাখায় বুঝতে অসুবিধা হয় না যে, সম্পাদকের ঘাড়ে সাংবাদিকতার ‘ভূত’
ভাল করেই চেপেছে। পত্রিকা বের করার কিছুদিনের মধ্যেই হবিগঞ্জের কিছু প্রভাবশালীর দাপট, দুর্নীতির বিরুদ্ধে একের পর এক সংবাদ
প্রকাশ করায় রাতারাতি পত্রিকাটি পাঠকদের মনে বিশেষভাবে ঠাঁই পেয়েছে।
কারণ ওই মহলটির বিরুদ্ধে অনেক সাংবাদিককেই কলম ধরা তো দূরের কথা,বরং ‘জ্বি হুজুরের’ দলের সারিতে প্রথম থাকার জন্য মরিয়া হতে দেখি। এর উৎকৃষ্ট প্রমান প্রভাবশালীকে খুশি করতে হবিগঞ্জের একজন সাংবাদকর্মী বাদি হয়ে ডিজিটাল আইনে মামলা করায় আমার হবিগঞ্জের সম্পাদক, বার্তা সম্পাদক নির্বাহী সম্পাদক ও প্রধান প্রতিবেদককে কারাগারে যেতে হয়েছে।
মামলার খবরটি শুধু দেশের গন্ডিতেই সীমাবদ্ধ থাকেনি, আন্তজার্তিক সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়েছে। আমার হবিগঞ্জ‘র একাধিক সাহসী সংবাদ অনেকটা ‘তৃষ্ণার্থ পাঠকের’ গলায় একফোটা হলেও পানি দিতে পেরেছে। এই মামলাটি আমার হবিগঞ্জের সম্পাদক তার সহকর্মীরা নতুনমাত্রায় পরিচিতি লাভ করেছেন।
এক বছরের মাথায় সাদাকালো থেকে আরো একধাপ এগিয়ে গেছে দৈনিক আমার হবিগঞ্জ। পত্রিকার সম্পাদক ও প্রকাশক শুধু সাহসী সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ রাখতে চান না, পাঠকদের মন কাড়তে হালে অফসেট কাগজে চার রঙের ছাপার দিকে ধাবিত হয়েছেন। যা অত্যন্ত ব্যয় বহুল ওসময় সাপেক্ষ। এর ধারাবাহিকতা কতদিন ধরে রাখতে পারবেন জানিনা। তবে উদ্যেগটি প্রশংসনীয়।
আমার হবিগঞ্জ যেমন অনেক ক্ষেত্রে প্রশংসার দাবিদার তেমনি কোন কোন সংবাদে ব্যথিত হয়েছি। সংবাদে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে যতটুকু অভিযোগ তুলে ধরার কথা,তার চেয়ে ‘ব্যাক্তিগত আক্রমন’ বেশী করা হয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। গুরুত্বপুর্ন সংবাদের চেয়ে গুরুত্বহীন সংবাদকে বেশী প্রাধান্য দেয়া হয়েছে। পত্রিকা কর্তৃপক্ষকে ভুলে গেলে চলবে না, পাঠক কিন্তু বিচার-বিশ্লেষন কম জানেন না।তাঁদেরকে উপেক্ষা করা বোকামী। পাঠকই হচ্ছেন সবচেয়ে বড় বিচারক। তারা প্রতিদিন সংবাদকে বিচার করেন।
একবার পাঠকের মন থেকে সরে গেলে পরবর্তীতে যতই সত্য সংবাদ পরিবেশন বা রঙ্গিন পত্রিকা বের করুন না কেন আর হাতে নেবেন না।পৃথিবীতে সবচেয়ে পচনশীল জিনিসটি হচ্ছে সংবাদ।সকালের খবর দুপুর হওয়ার আগেই পঁচে যায়। তাই বলে অসত্য সংবাদ পরিবশেন করা হবে অপরাধ।
দ্বিধাদ্বন্ধ দেখা দিলে বরং পরদিন নতুন তথ্য নিয়ে সঠিক সংবাদ প্রকাশ করা ভালো। সংবাদপত্রে সবার মতামতকে প্রধান্য দিতে হবে। সম্পাদক যে রাজনৈতিক দলের মতাদর্শেরই হোন না কেন পত্রিকার পাতাকে রাখতে হবে সকল দলের জন্য সমান অধিকার।‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’এমন ভাব মন থেকে উঠিয়ে নিয়ে সংবাদ পরিবেশন করা খুবই জরুরী।
একপেশে পত্রিকার প্রতি মানুষের কোন আগ্রহ যে থাকে না বাংলাদেশে প্রচার সংখ্যায় শীর্ষে থাকা অনেক পত্রিকা তলানীতে চলে যাওয়া বা বন্ধ হয়ে যাবার বহু প্রমান রয়েছে। আমার হবিগঞ্জের কাছে প্রত্যাশা থাকবে,ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শকে সমভাবে প্রাধান্য দিয়ে মাসে অন্তত একটি তথ্য সমৃদ্ধ অনুসন্ধানীমূলক সংবাদ করবে। কারণ বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার দুর্দান্ত দাপটের সাথে পাল্লা দিয়ে ঠিকে থাকতে হলে অনুসন্ধানী সংবাদের বিকল্প নেই।
সারা দেশে করোনার সংক্রমন ঠেকাতে আজ থেকে শুরু হয়েছে সাত দিনের পুর্ণ লক ডাউন। একই সাথে বছর ঘুরে আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র রমজান ও পহেলা বৈশাখ। দুঃখ আর আনন্দকে সাথে নিয়েই দৈনিক আমার হবিগঞ্জ এগিয়ে যাক। আরো দায়িত্বশীলতার পরিচয় দেবে পত্রিকার সাথে জড়িত কর্মীরা। আমার হবিগঞ্জ পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে লেখা শেষ করছি। ভাল থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
লেখক # হবিগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক দেশ রূপান্তর