প্রতিবন্ধী মাদ্রাসা শিক্ষককে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিল চুনারুঘাট প্রবাসী গ্রুপ। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 July 2020
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী মাদ্রাসা শিক্ষককে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিল চুনারুঘাট প্রবাসী গ্রুপ।

Link Copied!

 

 

ফরিদ উদ্দিন মাসউদ, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়নের শাহপুর গ্রামের হাঃ আজিজুর রহমান (৪৫) কে আজ ৯ জুলাই চুনারুঘাট প্রবাসী গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়।

জানা যায়, তিনি আজ পাঁচ বছর যাবৎ অসুস্থ। ২ বছর যাবৎ বিছানায় পরে আছেন। অর্থনৈতিক সংকট থাকার কারনে পরিপূর্ণ চিকিৎসা করতে পারছেন না তিনি একাধারে পাচার গাও আদর্শ হাফিজিয়া মাদ্রাসা, শাহপুর মীর মঞ্জিল মহিলা মাদ্রাসা ও রানীগাও মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। হঠাৎ অজানা রোগে তিনি অসুস্থ হয়ে প্রতিবন্ধী হয়ে যান। উনার পাশে স্ত্রী ছাড়া কেউ নেই উনার সন্তানাদি ও নেই। অনাহারে দিনের পর দিন পার করছেন। সরকারের দেওয়া সাহায্য এবং প্রনোদনা ও পাননি।

উনার ভাই মাওলানা শফিকুল ইসলাম বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করিয়েছি আর আমাদের সামর্থ্য নেই চিকিৎসা করার আমি এই ভাইরাসের সংকটময় মুহুর্তে এই অসহায় প্রতিবন্ধী শিক্ষকের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান এবং জনপ্রতিনিধিদের অনুরোধ জানাই।