মোঃ সাইদুল ইসলাম : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আবারও সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর ঘর ও রাস্তা ভেঙে নিয়ে গেছে অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে।
গতকাল ২১ জুলাই রোজ মঙ্গলবার সারাদিন প্রচুর বৃষ্টিপাত হয়, যার ফলে পাহাড়ী ঢলে এই ক্ষতি হয়।প্রতি বছর পাহাড়ি ঢলে ত্রিপুরা পল্লীর একটি দুইটি করে বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে। এভাবে যদি হতে থাকে তাহলে একটা সময় বিলীন হয়ে যাবে সাতছড়ি জাতীয় উদ্যানের এই ত্রিপুরা পল্লী। ইতিমধ্যে অনেক জনের বসত বাড়ি ভেঙে যাওয়ায় পথে বসতে হয়েছে। যে কোন সময় বাকি ঘরগুলোও ভাসিয়ে নিতে যেতে পারে ঢলে। দ্রুত যদি প্রশাসন থেকে ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া না হয় তাহলে ত্রিপুরা পল্লীর অস্তিত্ব থাকবে না।
আদিবাসী ২৪ টি পরিবার বার বার আকুতি জানালেও কারো নজর পড়েনি তাদের প্রতি। হবিগঞ্জ ৪ আসনের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি মহোদয় ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর মহোদয়ের কাছে ত্রিপুরা পল্লী বাসীর আকুল আবেদন তাদের অস্তিত্ব হারা থেকে বাচাতে যেন দ্রুত গাইড ওয়াল যেন নির্মাণ করা হয়।