পৌর নির্বাচনী প্রচারণায় উত্তাল হবিগঞ্জ : জনপ্রিয়তায় এগিয়ে নৌকার প্রার্থীরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 21 December 2020
আজকের সর্বশেষ সবখবর

পৌর নির্বাচনী প্রচারণায় উত্তাল হবিগঞ্জ : জনপ্রিয়তায় এগিয়ে নৌকার প্রার্থীরা

Link Copied!

তারেক হাবিব :  পৌর নির্বাচনের আমেজে উত্তাল হবিগঞ্জ। ভোটারদের কাছে নিজেদের উপস্থাপন করতে মহামারী করোনা ও তীব্র শীতকে উপেক্ষা করে শুরু করেছেন নানামূখী প্রচারণা। হবিগঞ্জে পৌর নির্বাচনের প্রথম ধাপে শায়েস্তাগঞ্জ উপজেলার তফসিল ঘোষণা হবার পর ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে কয়েকটি উপজেলায় এবারের নির্বাচন ইভিএমের মাধ্যমে হতে পারে বলে জানা গেছে। কে হতে পারেন পৌরসভার কান্ডারী এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

ছবি : কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এর ফাইল ছবি

 

পৌর নির্বাচনের প্রথম ধাপে শায়েস্তাগঞ্জ উপজেলার তফসিল ঘোষণা হবার পর মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬জন।  শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী ৩৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩ জনের জায়গায় প্রার্থী আছেন ১৪ জন। শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে সর্বমোট মোট ৫৫ প্রার্থী নেমেছেন ভোট যুদ্ধে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পৌর  নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাসুদুজ্জামান মাসুক।

ছবি : ব্যানার পোস্টার ছেয়ে গেছে শায়েস্তাগঞ্জ পৌর এলাকা

 

বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকছেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজল উদ্দিন তালুকদার, ছাত্রনেতা ইমদাদুল ইসলাম শীতল, আবুল কাশেম শিবলু এবং ছালেক মিয়া। তবে শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নানা বিতর্কে জড়িয়েও বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বর্তমান মেয়র ছালেক মিয়া। এছাড়াও কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও সাবেক কাউন্সিলর ও কিছু নতুন মুখ পাড়ায়-মহল্লায় তুমুল প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে পুরুষ ৮৮৩৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ১২৬ জন। শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রথম ইভিএমে ভোটগ্রহণ নিয়ে শঙ্কায় আছেন অনেকেই। বর্তমান মেয়র ছালেক মিয়া দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘ইভিএম ভোটিং সিস্টেম নিয়ে আমি বেশ সন্তুষ্ট। কারণ এখানে ব্যালট বাক্স ছিনতাইয়ের কোন সুযোগ নেই। আগামী ২৬ তারিখ সবাইকে ইভিএমে ভোট প্রদানের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে’।

উপজেলা যুবলীগের আহŸায়ক ও মেয়র প্রার্থী মোঃ ফজল উদ্দিন তালুকদার বলেন, ‘উপজেলার নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। আশা করছি আগামী নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে’। এদিকে, শায়েস্তাগঞ্জের পর নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীককে বিজয়ী করতে আগামী ২৩ ডিসেম্বর প্রচারণায় হবিগঞ্জ আসছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক।

নবীগঞ্জে বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌরসভার বর্তমান মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী এবং আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। গত ১৮ ডিসেম্বর বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গোলাম রসুল চৌধুরী রাহেলের নাম ঘোষণা করা হয়। মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশ গুপ্তের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সারাদেশে দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ৬১টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।