গত ১৭ মে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার শেষ পাতায় “জেলা যুবলীগের বিবৃতি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয় । সংবাদটিতে উল্লেখ করা হয়, “আমি পৌর যুবলীগের বহিস্কৃত নেতা”।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা, উপজেলা ও প্রথম শ্রেণীর পৌরসভার কোন নেতাকর্মীকে বহিষ্কার করার ক্ষমতা জেলা যুবলীগের নেই। সর্বোচ্চ হলে তারা কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। আর অভিযোগ প্রাপ্তির পর অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নোটিশ করা হয়ে থাকে । নোটিশের সন্তোষজনক জবাব না পেলে বহিষ্কার কিংবা অন্য যে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেবে কেন্দ্র। কিন্তু তারপরও ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ থাকে অভিযুক্ত ব্যক্তির। সুতরাং বিবৃতিটি ছিল, সম্পুর্ন অনধিকার চর্চা করার মতো । নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও বিভ্রান্তি ছড়ানোর হীন উদ্দেশ্যে ষড়যন্তমুলক ভাবে এটি প্রকাশ করা হয়েছে।
সংবাদে আরও উল্লেখ করা হয়, আমি না-কি সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। কিন্তু আমার প্রশ্ন হল, আমি যদি সন্ত্রাসীই হতাম; তাহলে দীর্ঘ ১৫ বছর যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম কি ভাবে?
আমার বক্তব্য হল, কারো দয়া কিংবা অনুকম্পায় নয়, রাজনীতিকে মানব সেবার মহান হাতিয়ার বানিয়ে তিলে তিলে তৃণমুল থেকে হাটি হাটি পা-পা করে নিজের মেধা ও শ্রম দিয়ে এগিয়ে যাচ্ছি।
এ লক্ষে দীর্ঘদিন হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব অত্যন্ত সততা, সুনাম ও নিষ্টার সাথে পালন করেছি । সর্বশেষ এখন আমি পৌর যুবলীগের যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করছি। সুতরাং আমি এমন বিভ্রান্তিকর ভূয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।