ঢাকাSaturday , 25 April 2020
আজকের সর্বশেষ সবখবর

পৌর যুবলীগ নেতা দিলুয়ার খাঁনের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

Link Copied!

ডেস্ক নিউজ :    কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগান কে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশনায়, নিজ এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলুয়ার খাঁন। গত শু্ক্রবার (২৪এ্প্রিল) দুপুরে তার নেতৃত্বে, কৃষক বাবুল মিয়ার প্রায় ২ বিঘা জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

ছবি : কৃষকের ধান কেটে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা

এ সময় তার সাথে ছিলেন, হবিগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পৌর যুবলীগের অাহবায়ক কমিটির অন্যতম নেতা আবুল কাশেম রুবেল, সিমুল আহমেদ, আহাদ মিয়া, দিপু বনিক, আক্তার হোসেন, খালেক মিয়া আব্দুল কাইয়ূম, জাহিদ খান, জুয়েল খান, রাজিব, লিটন আহমেদ। এছাড়াও আর উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক জসিম আহমেদ, উবায়েদুর, লিটন খান, কুহিনুর মিয়া, মিচলু, তাজুল শাহ, ফয়েজ আলী, সোহেল মিয়া, ইমরান মিয়া, লিমন মিয়া, নাছির মিয়া সকল স্তরের নেতৃবৃন্দ।