পৈল-দেবপাড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে গোপন অভিসারে লিপ্ত হতে গিয়ে প্রেমিক যুগল ধরাশায়ী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 July 2020
আজকের সর্বশেষ সবখবর

পৈল-দেবপাড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে গোপন অভিসারে লিপ্ত হতে গিয়ে প্রেমিক যুগল ধরাশায়ী

Link Copied!

স্টাফ নিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার পৈল-দেবপাড়া গ্রামে পরিকয়া প্রেমিকার সাথে গোপন অভিসারে লিপ্ত হতে গিয়ে জনতার হাতে ধরাশায়ী হয়েছে ওই গ্রামের মরতই মিয়ার পুত্র লাইজু মিয়া (২৮)।

 

ছবি: জনতার হাতে আটক পরিকয়া প্রেমিক লাইজু মিয়া

 

গত মঙ্গলবার রাত ২ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিবেশী দক্ষিণপাড় গ্রামের জনৈক লেবানন প্রবাসীর সুন্দরী স্ত্রীর সাথে লাইজু মিয়ার দীর্ঘ দিন ধরে পরিকিয়ার সম্পর্ক চলে আসছিল। স্বামীর অনু-উপস্থিতিতে উভয়েই মাঝে-মধ্যে গোপন অভিসারে লিপ্ত হতো। পরকিয়ার সুত্র ধরে ঘটনার দিন রাত ২ টায় পূর্বের মতো প্রবাসী সুন্দরী স্ত্রীর ঘরে প্রবেশ করলে বিষয়টি স্থানীয়রা আঁচ করতে পেরে আপত্তিকর অবস্থায় তাদের হাতে-নাতে আটক করে।

পরে স্থানীয়রা লাইজু মিয়াকে উত্তম-মধ্যম দিয়ে পৈল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফকে খবর দিলে সামাজিক ভাবে নিষ্পত্তির আশ্বাসে তাকে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে পৈল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আংশিক সত্য! তবে উভয় পক্ষ্যকে শাসিয়ে দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে ভবিষ্যতে আর কোন ধরনের অঘটন ঘঠবে না বলে উভয়েই আশ্বস্থ করেছে।