বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং সহকারি শিক্ষক রিবন রূপা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও শোক সভা করেছে পূজা উদযাপন পরিষদ। গত শনিবার (১৮মে) হবিগঞ্জ কালিবাড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সেখানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের পরিচালনায় সভায় সংগঠনের উপদেষ্টা মন্ডলী, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং প্রত্যেক উপজেলা ও পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এ সময় রিবন রূপা দাসের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। এছাড়া পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পদ থেকে মামলার তিন আসামী পিন্টু আচার্য্য, বিপ্লব রায় সুজন ও সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।