লাখাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজম (৩২) ও বিএনপির নেতা জয়নাল মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী ) রাত ২ টা ৩০ মিনিটে লাখাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মহিউদ্দিন সুমনের নেতৃত্ব এসআই সাদ্দাম হৌসাইন সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।
দুপুরে আসামীদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন। কোন মামলায় দৃুই আসামীকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, আমি একটু ব্যাস্ত আছি, আপনি সদর থানায় যোগাযোগ করেন।
পরে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলীর সাথে মুঠোফেনে কথা হলে তিনি জানান, গত ২২ডিসেম্বর ২০২১খ্রীঃ বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সদর থানার একটি পুলিশ বাদী মামলায় তাদের কে গ্রেফতার করা হয়েছে।