ঢাকাSunday , 4 August 2024
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের গুলিতে নয় মহসিনের ছোড়া শেল বুলেটে মারা গেছেন পিডিবির লাইন ম্যান মোস্তাক

Link Copied!

বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার (২আগস্ট) হবিগঞ্জে গুলিতে নিহত পথচারী মোস্তাক মিয়ার হত্যাকান্ড নিয়ে চলছে ধূ¤্রজাল। কেউ বলছেন ৫’শ ফুট দুর থেকে ছোড়া পুলিশের সাধারণ রাবার বুলেট কিংবা টিয়ারগ্যাসে তার মৃত্যু সম্ভব না। আবার কেউ বলছেন, পুলিশ, আন্দোলনকারী কিংবা বিএনপি-আওয়ামী লীগের নেতাদের চাপে ফেলার জন্য পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে হত্যাকান্ড।

এদিকে, ঘটনার সময় শহরের টাউনহল রোড এলাকা থেকে কুঁড়িয়ে পাওয়া ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি শেল বুলেটের খালি খোসা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছেন ঘটনার সময় পুলিশের পাশাপাশি, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। তাদের কাছে শটগানের পাশাপাশি উন্নতমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ছিল। প্রচলিত শটগানের মাধ্যমে উচ্চ ক্ষমতার শেল বুলেট ব্যবহারের প্রয়োজন ছিল না।

তবে কে করেছে গুলি? স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে প্রথমে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ আবু জাহিরের বাসার সামনে দলবল নিয়ে অবস্থান নেয় মহসিন নামে এক যুবক। পরে টাউন হল রোড এলাকার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি এসে সোনালী রংয়ের একনলা একটি বন্ধুক দিয়ে কয়েকটি এলোপাতাড়ি গুলি চালান মহসিন।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হবিগঞ্জ পিডিবির লাইন ম্যান মোস্তাক মিয়া। মহসিন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের নুর মোহাম্মদের পুত্র। তবে মহসিনের ব্যবহৃত সোনালী রংয়ের বন্ধুকটি আসলে কি বৈধ নাকি অবৈধ তা বলতে পারছেন না কেউ।

এদিকে, বন্ধুকের গুলিতে আহত মোস্তাক মিয়াকে উদ্ধার করে প্রথমে বাইপাস রোডের হায়দার আলী জেনারেল হাসপাতালে এবং পরে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মহসিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, আপনি নিজের চোখে দেখেছেন? আপনাদের কি আর কোন কাজ নাই? না জেনে না বুঝে এগুলো বইলেন না। কার জন্য করব এগুলো? এগুলা সব মিথ্যা।

গুলি করে হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে দৈনিক আমার হবিগঞ্জ’কে জানিয়েছেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি সুত্র। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের বিচার ও নয় দফা দাবি আদায়ের জন্য গত শুক্রবার বাদ জুমা দোয়া ও মিলাদ শেষে বিক্ষোভ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেট জেলার টুকের বাজার এলাকার মোস্তাক মিয়া নামে পিডিবির লাইন ম্যানকে গুলি করে হত্যা করা হয়।