সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশারফ হোসেন ও সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বাহুবল থানাধীন পুটিজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্র ও এর নব-নির্মিত ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন । শুক্রবার (২৭মে) বিকেল বাহুবল থানাধীন পুটিজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের নব-নির্মিত ভবনের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন তারা।
এসময় তারা কাজের গুণগত মান ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপারএস এম মুরাদ আলি,সহ সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সিলেট রেঞ্জের স্টাফ অফিসার টু ডিআইজি বায়েজিদ বিন মনসুর, অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান প্রমুখ।