পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে হবিগঞ্জে এএনসি'র ষান্মাসিক সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 2 April 2024

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে হবিগঞ্জে এএনসি’র ষান্মাসিক সভা

Link Copied!

পিছিয়ে পড়া প্রতিবন্ধী, দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিজরা জনগোষ্ঠীর ক্ষমতায়নে হবিগঞ্জে এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি)’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২এপ্রিল) সুরবিতান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ সদর উপজেলা এএনসি’র ভাইস চেয়ারম্যান সাংবাদিক আব্দুল কাদির কাজল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা এএনসি’র সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান।

‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জ সদর উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়