অল্প বৃষ্টিতেই বানিয়াচং উপজেলার সদরের নতুনবাজার থেকে বড়বাজার যাওয়ার ডিজি ল্যাবের সামনে পানি জমে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে ওই রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রীসহ হেটে চলা সাধারণ মানুষদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বৃষ্টি কমলে ও রাস্তায় সব সময় পানি জমে থাকে। তখনও এই রাস্তায় ভোগান্তিও হয় সবচেয়ে বেশি।
সবচেয়ে ভোগান্তিতে পড়ে ওই রাস্তা দিয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাস্তার মধ্যে পানি জমে থাকার কারণে উভয় পাশের দোকানের বারান্দা দিয়ে আসা-যাওয়া করতে হয় তাদের। পানি নামার কোন ব্যবস্থা বা ড্রেন না থাকায় এমনটা ই হচ্ছে বলে জানিয়েছেন দুই পাশের দোকান মালিক ও চলাচলকারী জনসাধারণ।
টানা কয়েক দিন বৃষ্টি হলে ভোগান্তির শেষ থাকে না। তখন নিচু জায়গার পাশাপাশি দোকানগুলোতেও পানি ঢুকে পড়ে। এমনতিইে উপজেলার সদরের অনেক রাস্তার অবস্থাই এখন নাজুক। এক দিন বৃষ্টি হলেই রাস্তার অবস্থাগুলোতে ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণের।
সাগরদীঘির দক্ষিণ পাড়ের বাসিন্দা আবুল কালাম জানান, রাস্তার মধ্যে এই জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। ছেলে মেয়েরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে না। টমটম চালক হাসান মিয়া জানান,ওইখানে গাড়ি চালিয়ে আসার পর জমে থাকা পানি গাড়ির চাকার আঘাতে পানি ছিটকে গিয়ে যাত্রীদের গায়ে পরে।
পানির কারণে গাড়িতে থাকা ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের দাবি দ্রুত এই জায়গায় যেন রাস্তার পাশে পানি নামার জন্য ড্রেনের ব্যবস্থা করা হয়। প্রভাষক হানু মিয়া জানান, জলাবদ্ধতার কারণে রাস্তা দিয়ে আসতে অনেক জামেলা পোহাতে হয়। কি করবো বাধ্য হয়ে দোকানের বারান্দায় দিয়েই আসা-যাওয়া করি। এর থেকে দ্রুত পরিত্রান পাওয়া উচিত।
বানিয়াচং নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব মতিউর রহমান মতি বলেন, বাজার কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এই পানি যাতে জমে না থাকে সেই ব্যবস্থাই করার। বিষয়টা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তাদের সাথে ও কথা হয়েছে।