পল্লী বিদ্যুৎ সমিতির ৫জন জেনারেল ম্যানেজারকে (জিএম)’কে চাকরিচ্যুত এবং সমিতির ১০ সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাক আউট কর্মসূচির অংশ হিসেবে সারা দেশ্যের ন্যায় প্রায় ৪ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয় হবিগঞ্জ জেলায়। আকস্মিক বিদু্যুৎবিহীন অবস্থায় চরম বিপাকে পড়েন কেটে খাওয়া সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় কলকারখানা, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (১৭অক্টোবর) বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়। এদিকে, আকস্মিকভাবে বিদু্যুৎবিহীন হয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর শায়েস্তাগঞ্জ কার্যালয়ের সামনে জড়ো হন ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ থানার ওসি এবং সেনাবাহিনীর লোকজন হাজির হন। অনাকাঙ্কিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় জেলার অনেক স্থানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
ভুক্তভোগীরা দৈনিক আমার হবিগঞ্জ’কে, দাবি-দাওয়া থাকবেই। তাই বলে সব সময় জনগণকে হয়রানি করে কেন? এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দেশে এখন দাবি মানেই জনগণের হয়রানি। এ ব্যাপারে দৈনিক আমার হবিগঞ্জের বার্তা বিভাগের সাথে মুঠোফোনে আলাপকালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (মানব সম্পদ ও প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যু সমিতির সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আন্দোল করে আসছেন কর্মকর্তা-কর্মচারীরা। এরই অংশ হিসেবে আজ (গতকাল) বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে সরকারি সিদ্ধান্তে আবার বিদ্যুৎ চালু করা হয়েছে’।
তবে, দাবি-দাওয়া থাকবেই। তাই বলে সব সময় জনগণকে হয়রানি করে কেন? দৈনিক আমার হবিগঞ্জের এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা। শায়েস্তাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, অনাকাঙ্কিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ সদস্যরা যথেষ্ট তৎপর ছিলেন।
সেনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ পল্লী বিদ্যু সমিতির লোকজনের সাথে কথা বলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করেন। পল্লী বিদ্যুৎ সমিতির একটি সুত্র জানায়, কর্মচারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। গ্রেপ্তারদের নামে করা মামলা তুলে না নিলে এবং চাকরিচ্যুত জিএমদের পুনর্বহাল না করলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি সমিতির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধরা।
উল্লেখ্য, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সব চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে বিগত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এরই অংশ হিসেবে গতকাল সারা দেশের মত হবিগঞ্জ জেলায় ৪ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়।