মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ ।। নবীগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে বন্যার্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে পবিত্র ঈদ-ঊল আযহা উপলক্ষ্যে বন্যার্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী।
১ম দিন নবীগঞ্জ পৌরসভার ২নং ও ৪নং ওয়ার্ডের মোট ৮৯৫ জন মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ২৬ জুলাই ৭নং ও ১নং, ২৭ জুলাই ৩নং ও ৯নং এবং ২৮ জুলাই ৮নং, ৫নং ৬নং ওয়ার্ডের উপকার ভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।