ঢাকাTuesday , 13 August 2024
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার

Link Copied!

পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর মঙ্গলবার (১৩আগস্ট) তিনি এ পদত্যাগপত্র প্রেরণ করেন। জেলা পরিষদের যুগ্ম সচিবের দৃষ্টি আকর্ষণ করে পদত্যাগপত্রে শারিরিক অসুস্থ্যতার কথা উল্লেখ করেন।

এদিকে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আলেয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগপত্রটি ছড়িয়ে পড়ে। আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের স্ত্রী।

উল্লেখ্য, গত ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।