এমসি শুভ আহমেদ, লাখাই : “একটি গাছ একটি প্রাণ, লাগাও গাছ বাচাঁও প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর কেন্দ্র হতে ঘোষিত মাসব্যাপী (০১ থেকে ৩০ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে লাখাই উপজেলা বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়, বামৈ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে ও লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচির সময় সংগঠনটির অদম্য স্বেচ্ছাসেবীরা বৃক্ষরোপণ এর গুরুত্বপূর্ণতা সম্পর্কে জানান, গাছবিহীন এক মুহূর্তও আমরা কল্পনা করতে পারি না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শাস্ত্র-পুরাণ, নীতিকথা, বাণিজ্য, দর্শন, শিল্প-সংস্কৃতি, আশ্রয়-প্রশান্তি এবং যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে ও গাছকে নিয়ে। গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না, মানুষসহ সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই আসুন নিজে গাছ লাগাই, বিতরণ করি এবং অন্য কে গাছ লাগাতে উৎসাহিত করি।
এই সময় উপস্থিত ছিলেন বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান সাজু, বামৈ পাবলিক স্কুলে এন্ডে কলেজের প্রধান শিক্ষক মওদুদ হাসান, পথশিশু কল্যান ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা শরিফ চৌধুরীর, সভাপতি শাহ নাজিমুল হক, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক কাপ্তান মিয়া, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, শিক্ষা সম্পাদক সুশান্ত দাস, প্রোগ্রাম সম্পাদক তামিম মিয়া ও হবিগঞ্জ জেলা শাখার অদম্য স্বেচ্ছাসেবীরা।