মানহানীর মামলায় শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাহাব উদ্দিনকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এছাড়া ৫ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ মার্চ) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচার-২ এর বিচারক রাহেলা পারভিন এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, আর্থ সামাজিক শিক্ষক উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ থাকাকালীন সময়ে সংস্থার ২১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে শাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ২২ মে আর্থ সামাজিক শিক্ষক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ।
মামলা দায়ের করার পরপর শাহাব উদ্দিনকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আটক করলে আত্মসাতকৃত টাকা ফেরত দিবেন মর্মে মুছলেকা দিয়ে মুক্তি পান সাহাব উদ্দিন।
এর পরদিন “দৈনিক প্রতিদিনের বানী” পত্রিকায় আত্মসাতের টাকা ফেরত দেওয়ার শর্তে উপাধ্যক্ষ সাহাব উদ্দিনের মুক্তি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পরবর্তীকে ২৫ মে আব্দুল জলিলের বিরুদ্ধে “দৈনিক হবিগঞ্জ সমাচার” পত্রিকায় অশালীন ও মানহানীকর শব্দ ব্যবহার করে প্রতিবাদ লিপি দেন সাহাব উদ্দিন।
এতে মানহানীর অভিযোগ এনে একই বছরের ২৩ জুলাই সাহাব উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
দীর্ঘ শুনানি শেষে গতকাল (২১ মার্চ) এই রায় দেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত আসামী সাহাব উদ্দিনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।