পইল নতুন বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 25 October 2020

পইল নতুন বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত

Link Copied!

স্টাফ রিপোর্টার :   হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে একটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের নগদ সাড়ে ৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড় গ্রামের সাবেক মেম্বার সিরাজ আলীর ছেলে হেলাল মিয়া দীর্ঘদিন ধরে পইল নতুন বাজারে কসমেটিক্স, বিকাশসহ বিভিন্ন ব্যবসা করে আসছে। গত ২৩ অক্টোবর রাতের যে কোন এক সময়ে চোরের দোকানের পেছনের দরজা খোলে প্রবেশ করে একটি বিস্কুটের কার্টুনে রাখা সাড়ে ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বাজারের পাহারাদার মইনুদ্দিন মোবাইল ফোনে দোকানের মালিক হেলাল মিয়াকে জানালে তিনি দোকানে এসে দেখতে পান টাকা নেই।

 

 

 

এছাড়াও দোকানের অন্যান্য মালামাল এলোমেলো রয়েছে। দোকানের মালিক বিষয়টি স্থানীয় বাজার কমিটি ও ইউপি চেয়ারম্যানসহ গণমান্য ব্যক্তিবর্গদের অবগত করেছেন। এ ঘটনায় হেলাল মিয়া বাদী হয়ে রবিবার (২৫অক্টোবর) অজ্ঞাত চোরদের আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়