এম.এ.রাজা : হবিগঞ্জ সদর উপজেলার শহরতলী পইলগ্রামে করোনা কালীন সময়ে ঈদেও ৭’শত দরিদ্র মানুষের মধ্যে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
বিগত কয়েক বছর ধরে পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ এর প্রচেষ্টায় মুসলিম হ্যান্ডস এর সহযোগিতায় দরিদ্র মানুষদের মধ্যে কোরবানির গোশত বিতরণ করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় আজ ২’ই আগষ্ঠ পইল সাহেব বাড়ী প্রাঙ্গণে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় ৭শত দরিদ্র মানুষের মধ্যে কোরবানীর গোসত বিতরণ করা হয়েছে। মূলত যারা কোরবানি দিতে অক্ষম তাদেরকে এই প্রজেক্টের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে গরু কিনে কোরবানী করে সেই গোসত যারা কোরবানি দিতে অক্ষম মানুষদের মধ্যে বিতরণ করা হয়। গত বছর প্রায় সাড়ে তিন হাজার দুস্থ মানুষদের মধ্যে মুসলিম হ্যান্ডস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে গরু কিনে গোসত বিতরণ করা হয়েছিল।
এ বছর করোনা পরিস্থিতির কারণে পূর্বের বরাদ্দে ভাটা পড়ে ফলে সীমিত আকারে ৭শত মানুষের হাতে কোরবানির গোসত তুলে দিয়েই সন্তুষ্ট থাকতে হয়। উক্ত গোসত বিতরণের সার্বিক দিক পরিচালনা করেন ৪ নং পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এই কুরবানীর গোশত বিতরণ অনুষ্ঠানটি শহীদ এনাম স্মৃতি সংঘ এর ব্যানারে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে এনাম স্মৃতি সংঘের এক ঝাঁক সদস্য ও সেচ্ছাসেবী কর্মী।