পইল গরু বাজারে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 July 2020
আজকের সর্বশেষ সবখবর

পইল গরু বাজারে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

Link Copied!

 

এম.এ.রাজা : হবিগঞ্জের শহরতলি গ্রাম, পইল প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহা সামনে রেখে গরুর বাজার শুরু হয়েছে। প্রতিবছর গরুর বাজার হয় নতুন বাজারের খেলার মাঠে কিন্তু এবার নতুন বাজার খেলার মাঠটি বর্ষার পানিতে ডুবে যাওয়াতে কর্তৃপক্ষ গরুর বাজারের প্রস্থান নির্ধারণ করেছে শায়েস্তানগর পইলের নতুন বাজার ঈদগা সংলগ্ন রাস্তাটিতে। এতেই ঘটেছে বিপত্তি! আজ ২০’শে জুলাই রোজ সোমবার বিকেল পাঁচটার সময় সরজমিনে গিয়ে দেখা যায়, জায়গার স্বল্পতার কারণে গা ঘেষাঘেষি করে ক্রেতা-বিক্রেতারা গরু বেচাকেনা করছে।

স্বাস্থ্যবিধি তো দূরের কথা ক্রেতা বিক্রেতা কারো মুখে মাস্ক পর্যন্ত নেই! নিয়মিত প্রশাসনের গরুর বাজার তদারকি করার কথা থাকলেও সরজমিনে কারো উপস্থিতি চোখে পড়েনি।

 

ছবি: পইল গরু বাজারে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

 

এ বিষয়ে আমরা কথা বলেছি ৪নং পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গ্রামের পোলাপানরা অনেক টাকা খরচ করে গরুর বাজারের ডাক এনেছে এদিকে ঈদেরও বেশি দিন বাকি নেই তাই বাধ্য হয়ে রাস্তার উপরেই গরুর বাজার জমায়েত করেছে। তবে আমরা চাই গরুর বাজার অবশ্যই হবে তবে স্বাস্থ্যবিধি মেনে হবে এবং আজকে তো প্রথম গরুর বাজার হয়েছে আশা করছি কর্তৃপক্ষ আগামী গরুর বাজার থেকে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার চেষ্টা করবেন, এ বিষয়ে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলব যাতে করে আগামী বাজার থেকে স্বাস্থ্যবিধি মানা হয়।