পইল সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছায়েদ আলী (৩০) নামের ব্যক্তির বিরুদ্ধে ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ছাত্র তাসিন পড়া বলতে দেরি করায় বাশের লাঠি দিয়ে সারা শরীরে একাধিক আঘাত করেন। পরবর্তীতে লাঠিটি ভেঙে গেলে ছাত্রকে জুড়ে লাথি মেরে মাদ্রাসার দেয়ালে ফেলে দেন এতে ওই ছাত্র মাথার পিছনের দিকে বড় ধরনের আঘাত পায়। এ বিষয়ে নির্যাতনের শিকার ওই ছাত্রের মামা মোঃ জুয়েল মিয়া ওই শিক্ষকের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষক সদর উপজেলার পইল মাইজহাটি, বর্তমানে-লামা পইল মুতি ছিল এলাকার বাসিন্দা মৃত তোরাব আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, – পইল আসাম পাড়ার গ্রামের বাসিন্দা মৃত মোঃ সিরাজ এর ছেলে মোঃ তাসিন (১৩), গত দুই বছর যাবত পৈল সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় প্রায় ০২ (দুই) যাবত পড়াশোনা করতেছে। বর্তমানে সে কোরআন শরীফ ০৭ পারা মুখস্থ করেছে।
ঘটনার দিন ৪ জুলাই সকাল ৮টার দিকে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাইয়ুম। প্রতিদিনের ন্যায় ওই ছাত্রের পড়া নেন। এর কিছুক্ষণ পর মাদ্রাসায় প্রবেশ করেন অভিযুক্ত শিক্ষক ছায়েদ আলী এরপর ওই ছাত্রকে আবারো গিয়ে পড়া বলতে বলেন। এসময় নির্যাতনের শিকার ছাত্র বলে আমি কাইয়ূম হুজুরের কাছে পড়া বলেছি।
এই কথা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং ওই ছাত্রের এলাকা নিয়া বাজে মন্তব্য করে একটি বাশের লাঠি হাতে নিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এক পর্যায়ে তার হাতের লাঠি ভেঙ্গে গেলে ওই ছাত্রকে লাথি দিয়ে মাটিতে ফেলে লাথি মেরে এবং গালিগালাজ করতে থাকেন। পরে পাঞ্জাবী ধরে মাটি থেকে দাঁড় করে পাকা দেওয়ালের মধ্যে ছুড়ে ফেলে মাথার পিছন দিকে জখম করেন। এ সময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা করান।
অভিযোগে আরো উল্লেখ করেন, নির্যাতনকারী শিক্ষক ওই মাদ্রাসার নিয়মিত শিক্ষক নয়। মাদ্রাসার পরিচালকদের ঘনিষ্ট হওয়ায় সে মাঝে মধ্যে মাদ্রাসায় এসে খবরদারী করেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।