পইলে ইউপি নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশিং সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 22 October 2021
আজকের সর্বশেষ সবখবর

পইলে ইউপি নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশিং সভা

Link Copied!

এম এ রাজা  :  শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি আপনার পুলিশ আপনার পাশে, এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২অক্টোবর) বিকেল ৫ টার সময় হবিগঞ্জ সদর উপজেলার ৪ নং পইল ইউনিয়নের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের বৈঠকখানায় অনুষ্ঠিত হয়।
আগামী ২৮ শে নভেম্বর ইউপি নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পইলের বিট পুলিশ এস আই সাইদুর রহমান।

ছবি : পইলে আগামী ইউপি নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক কামাল ও পইলের বিট পুলিশের এএসআই আব্দুল হামিদ।
পইল গ্রামের মুরুব্বী ঠিকাদার তাজুল ইসলাম,রফিক মেম্বার ,শিবু মেম্বার , টেুন মিয়া,মোস্তফা মিয়া প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ মইনুল হক আরিফ বলেন,নির্যাতিত ও ভালো মানুষরা থানায় গিয়ে যাতে পুলিশের কাছে গিয়ে বিচার পায় এবং কোন দুষ্কৃতিকারী অপরাধী যাতে থানায় গিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি না করতে পারে এবং আগামী ইউপি নির্বাচনে যাতে সাধারণ ভোটাদের ভোটাধিকার নিশ্চিত করা হয় সেই লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রাখার আবেদন জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা আক্তার শিমুল বলেন,পুলিশ জনগণের বন্ধু আপনারা যে কোন প্রয়োজনে নির্দ্বিধায় পুলিশের কাছে যাবেন।
আগামী ইউনিয়ন নির্বাচনে সার্বক্ষণিক পুলিশ আপনাদের পাশে থাকবে এছাড়াও যেকোনো প্রয়োজনে সরাসরি আমাকে ফোন করবেন। এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।