হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (১৩ আগস্ট) বিকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এফ এ এম শাহজাহান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সোহাগ মাহমুদ, আমিনুল ইসলাম ফকির, বাবু শ্যামল দেব, বাবু হিমাংশু চন্দ্র দেব, প্রধান শিক্ষক মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এস এফ এ এম শাহজাহান, তিনি বলেন, বাংলাদেশ যাদের জন্ম আমরা সবাই বাঙ্গালী, আমাদের ধর্ম বা জাতি দিয়ে কোন বিবেদ সৃষ্টি করা উচিত নয়। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। দেশ নতুন আঙ্গিকে নতুন দিগন্তে বৈষম্য বাদ দিয়ে সকল নাগরিক এক হয়ে দেশের জন্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাই এক হয়ে কাজ করব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র সমাজের প্রতিনিধিসহ সমাজের নানা পেশার মানুষ।