মোঃ খায়রুল ইসলাম সাব্বির, হবিগঞ্জ : শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সব সময় কাজ করে আসছেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার আলোয় সবাইকে আলোকিত করতে, দুর্গম অবহেলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালিয়ারভাঙ্গা, ১২ নং ইউনিয়ন, বেশ বড় ও অনেক গুলো গ্রাম। তার শেষ সীমানায় একটি গ্রামের নাম ‘আনোয়ার পুর’। হাওর পাড়ের এবং দুর্গম এলাকা হওয়ায় কোন স্কুল, মক্তব, বিদ্যুৎ কিছুই নেই সে গ্রামে, উন্নয়ন থেকে বঞ্চিত তারা, সেই গ্রামের শিশুদের মাঝে শিক্ষা আলো ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে তিনি।
কালিয়ারভাঙ্গা আনোয়াপুরে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং গ্রামবাসীর সহায়তায়, গ্রামের নিজস্ব জমিতে, একটি মক্তব ও মাদ্রাসা স্থাপনের কাজ শুরু করেছেন ।
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জানান, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি, গ্রামের শিশুদের মাঝে খুব শিগগিরই শিক্ষার আলো জ্বলে উঠবে আর নৈতিক শিক্ষায় মানবিক ও শুদ্ধতায় বেড়ে উঠবে গ্রামটির আগামীর প্রজন্ম।