নেতা পরিচয়ে স্কুলের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণকারীর বিরুদ্ধে তদন্ত শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 1 August 2024

নেতা পরিচয়ে স্কুলের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণকারীর বিরুদ্ধে তদন্ত শুরু

এম এ রাজা
August 1, 2024 10:21 am
Link Copied!

আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে স্কুলের জমিতে রফিকুল ইসলাম রবি নামের এক ব্যক্তি জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করেছেন। এ বিষয়ে গত ২৫ জুন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় বানিয়াচঙ্গে স্কুলের জমিতে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ এই শুরু নামে একটি শীর্ষ সংবাদ প্রকাশ হয়েছিল।

এরই প্রেক্ষিতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ নির্দেশে বানিয়াচং উপজেলা উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এরই প্রেক্ষিতে ৩১ জুলাই দুপুর একটার দিকে সরজমিনে তদন্ত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার । তদন্তের সময় রবি স্বীকার করেন স্কুলের জমিতে তিনি দোকান ঘর নির্মাণ করেছেন। এ বিষয়ে নাকি তার সাবেক স্কুল কমিটির সাথে একটা চুক্তিপত্রও আছে। একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান চুকদার তদন্তের সময় বলেন, চুক্তিপত্র হয়েছে এ বিষয়ে আমার কোন কিছু জানা নেই।

আমাকে না জানিয়েই এখানে ঘর তৈরি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাতা গ্রামের একতা উচ্চ বিদ্যালয়ে। স্কুলের জমিতে দোকান ঘর নির্মাণকারী রবি ওই এলাকার বাসিন্দা আব্দুর নুর মোল্লার ছেলে।

জানা যায়, উপজেলার একতা উচ্চ বিদ্যালয়ের সামনের পুকুরের প্রায় ৩ শতাংশ জায়গায় মাটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করেন ওই ব্যক্তি। বুধবার (৩১ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের পুকুরের পূর্ব দিকে (আনন্দবাজার সংলগ্ন) বাজার ঘেঁষে মাটি ভরাট করে প্রায় দুই থেকে আড়াই শতাংশ জমিতে একটি দোকান নির্মাণ করেছেন রবি। ঘরের কাজ প্রায় সম্পূর্ণ শেষ। দোকান ঘরটির ভিতরে এক ভবঘুরে ঘুমিয়ে আছে।

নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্কুলের ভূমিতে রাতারাতি স্থায়ী ভাবে পাকা দোকান ঘর নির্মাণ করায় ওই এলাকার মানুষের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রবি নিজেকে কখনো স্থানীয় এমপির লোক, আবার কখনো উপজেলা চেয়ারম্যানের লোক হিসেবেও পরিচয় দেয়। যার জন্য তার অন্যায়ের প্রতিবাদ কেউ করে না।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়