স্টাফ রিপোর্টার || শায়েস্তাগঞ্জ উপজেলা ৭ নং নুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং ডিলার মাসুক ভান্ডারীর বিরুদ্ধে তদন্ত অফিসার এর সামনে মুখ বন্ধ রাখার জন্য রাতের আধারে অসহায় মানুষদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং ডিলার মাসুক ভান্ডারী বিরুদ্ধে খাদ্য বান্ধব চাল আত্নসাতের এর অভিযোগ উঠে এরই ধারাবাহিকতায় তদন্ত শুরু হলে দৌড় শুরু হয়েছে তাদের।
বিষয়টি হবিগঞ্জ জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসন এর নজরে আসলে এবং তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হলে, প্যানেল চেয়ারম্যান এবং ডিলার মাসুক ভান্ডারী দারস্থ হচ্ছেন অসহায় মানুষের কাছে নিজেরাই নকল টিপ সই দিয়ে রাতের আদারে অসহায় মানুষ দের বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়ে খাদ্য বান্ধব চাল এর কর্ড দিচ্ছেন অসহায় মানুষের হতে বলে অভিযোগ আসে তাদের উপরে।
এমনি একজন ভুক্তভোগী শাহেনা খাতুন এর সাথে কথা বললে জানা যায়, রাতের আদারে প্যানেল চেয়ারম্যান এবং ডিলার এসে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়ে বলে তদন্ত অফিস যদি কিছু জানতে চায় তাহলে আমি যাতে বলি আমি চাল পাই।
এ ব্যাপারে ইউপি সদস্য এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এর সাথে কথা বললে তিনি জানান, আমি কারো বাড়িতে যাইনি কাউকে ভয় দেখাই নি, এ ব্যাপরে ডিলার মাসুক ভান্ডারী ভাল বলতে পারবে।
খাদ্য বান্ধব চাল এর ডিলার, মাসুক ভান্ডারীর সাথে কথা বলার চেষ্টা করা হয়ে নাম্বার টি বন্ধ পাওয়া যায়।
এব্যাপরে শায়েস্তাগঞ্জে নতুন উপজেলা প্রশাসন করোনা আক্রান্ত হওয়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন শাখাওয়াত হোসেন রুবেল এর সাথে কথা বললে তিনি “দৈনিক আমার হবিগঞ্জ” কে জানান আমরা বিষয়টি তদন্তের জন্য দিয়েছি তদন্ত চলছে।